ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৪৮

 ডাকসু নেতাদের স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে  প্রধানমন্ত্রীর আহবান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৪ ১৭ মার্চ ২০১৯  

 ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ছাত্রসমাজের জন্য কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ ডাকসুর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানমঞ্চে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর, ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে যারা নির্বাচিত হয়েছে, তোমরা একেকজন নেতা হিসেবে নির্বাচিত হয়েছে। সেখানে নেতা হিসেবে তুমি ছাত্রসমাজকে কতটুকু দিতে পারলে এটাই বড় বিষয়।... নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যদি কাজ করতে পার তবেই সফল নেতা হতে পারবে।

ভবিষ্যতের নেতা খুঁজতে ডাকসু নির্বাচন দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৮ বছর এই নির্বাচন বন্ধ ছিল। আমরা ভবিষ্যৎ নেতৃত্ব খুঁছছি। আমরা স্কুল থেকে এ প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমরা স্কুল ক্যাবিনেট শুরু করেছি। এ জন্য যেন ছোট বেলা থেকে একটা গণতন্ত্র চর্চার অভ্যস ছাত্রছাত্রীদের মাঝে গড়ে ওঠে।

তিনি বলেন, নেতৃত্ব গড়ে তোলার জন্য এই নির্বাচন যে কত গুরুত্বপূর্ণ।  আমরা চেয়েছি এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের দেশে আবার একটা সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে। রাজনীতিটা করে যেন একটা নেতৃত্ব গড়ে ওঠে সেটাই আমরা চেয়েছি। 

শেখ হাসিনা বলেন, তারুণ্যে যে মেধা সেই মেধাটাকে আমরা দেশের কাজে লাগাতে চাই। সেই মেধাটাকে আমরা দেশের উন্নয়নের কাজে লাগাতে চাই।


তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর নির্দেশ ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নির্দেশ ছিল। কোন ভাবে যেন এই জাতীয় ঘটনা (অস্ত্রবাজি, বোমাবাজী) আবার ঢুকতে না পারে। আমি শান্তিপূর্ণ পরিবেশ চাই।


ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগ থেকে প্যানেল দিয়েছি, সেখানে আমাদের ভিপি জয় লাভ করেনি। আমি বলেছি জিততে যখন পারনি,  যে জিতেছে তাকে গিয়ে অভিনন্দন জানাবে।


ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসু ভিপি, জিএস, এজিএস ছাড়াও প্রতিটি হল সংসদ থেকে নির্বাচিত ভিপিরা বক্তব্য রাখেন।

 ডাকসু নেতারা তাদের বক্তব্যেআবাসন সংকটসহ বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

 প্রধানমন্ত্রী জানান, তিনি তাদের  বক্তব্যের নোট নিয়েছেন এবং দাবি পূরণের আশ্বাস দেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর